বাংলাদেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে মিশিগানে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০২:৪৩:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০২:৪৩:৪৪ পূর্বাহ্ন
ওয়ারেন, ১ আগস্ট : বাংলাদেশের দরিদ্র পরিবারের সুপেয় পানি নিশ্চিতের সহায়তায় ফান্ড সংগ্রহে মিশিগানে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। বাংলাদেশি-অ্যামেরিকান পাঁচ (৫) তরুণ এই ফুটবল ম্যাচের আয়োজন করেন। রোববার (২৮ জুলাই) ওয়ারেন শহরের হলমিচ পার্কের মাঠে দিনভর খেলায় ৯টি দল অংশগ্রহণ করে। প্রতি দলে ৬ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম ইউকে এবং ওয়ারেন এফসি। খেলায় ২ গোলে জয়লাভ করে টিম ইউকে। পাশাপাশি একই দিনে আন্ডার ১৮ খেলোয়াড়দের নিয়ে আরেকটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন তরুণেরা।  

প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক মোহাম্মদ কিবরিয়া, হুসেন মিয়া, মোতাকাব্বির হোসাইন, জুবের আহমেদ ও আশরাফ হোসাইন খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। তারা জানান, খেলার প্রাপ্ত ডলার বাংলাদেশের হত দরিদ্র পরিবারের সুপেয় পানি নিশ্চিত করার কাজে ব্যয় করা হবে। খেলাধুলার মাধ্যমে দরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানবিক কাজের তহবিল সংগ্রহে আমাদের প্রচেষ্টায় খেলোয়াড়রা অংশগ্রহণ করে এবং অনেকে স্পন্সর দিয়ে শরিক হন। মানবিক কাজে শরিক হওয়ায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com