৭৬ বছরের বৃদ্ধাকে বাড়ি নিয়ে গিয়ে যৌন প্রস্তাব : অভিযুক্ত চিকিৎসক

আপলোড সময় : ১৩-০৮-২০২৪ ০১:৫৯:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৪ ০১:৫৯:২৪ পূর্বাহ্ন
ম্যাসন/ Macomb County Prosecutor's Office

স্টার্লিং হাইটস, ১৩ আগস্ট :  ৫৪ বছর বয়সী এক চিকিৎসকের বিরুদ্ধে অনলাইনে পরিচয় হওয়া ৭৬ বছর বয়সী এক নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে। 
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টার্লিং হাইটসের ৪১এ ডিস্ট্রিক্ট কোর্টে ৫৩ বছর বয়সী স্টিফেন ব্রুস ম্যাসনের বিরুদ্ধে হামলা ৯৩ দিনের অপকর্ম এবং অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়। বিজ্ঞ বিচারক ম্যাসনের বন্ড এক হাজার ডলার নির্ধারণ করেছেন এবং ২২ আগস্ট তার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সোমবার মন্তব্যের জন্য তার আইনজীবীকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, ম্যাসন ডেট্রয়েটের চিকিৎসক। কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাসন ৭৬ বছর বয়সী এক বৃদ্ধাকে হেয়ার সেলুন থেকে তার বাসায় নিয়ে যাওয়ার পর যৌন প্রস্তাব দেন। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ম্যাসনকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার  প্রস্তাব প্রত্যাখ্যান  করেন। এ সময় তার  সামনেই অশ্লীল কাজ করেন ম্যাসন। গোয়েন্দারা জানিয়েছেন, অনলাইনে নির্যাতিতার সঙ্গে বন্ধুত্ব হয় ম্যাসনের। লুসিডো এক বিবৃতিতে বলেন, 'আমাদের আইনি ব্যবস্থা পেশা বা সামাজিক অবস্থানের ভিত্তিতে বৈষম্য করে না। আপনি ডাক্তার হোন বা সম্প্রদায়ের অন্য কোনও সদস্য, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা নিরপেক্ষভাবে ন্যায়বিচার অনুসরণে নিবেদিত, এটি নিশ্চিত করে যে সমস্ত ব্যক্তিকে তাদের কর্মের জন্য জবাবদিহি করা হয়।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com