এগ হারবার সিটি, ১৭ আগস্ট : নিউ জার্সি রাজ্যের এগ হারবার সিটিতে সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ আগষ্ট রবিবার বিকেলে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের উদ্যোগে তাঁর এগ হারবার সিটিস্থ বাসভবনে আয়োজিত এই সুহৃদ সমাবেশের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শুভেচছা বিনিময়, বারবিকিউ, জম্পেস আড্ডা, নৈশভোজ ইত্যাদি।
সুহৃদ সমাবেশে আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমান,আটলান্টিক সিটির কাউনসিল এট লারজ স্টিফেনি মার্শাল, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষটি বোর্ড সভাপতি আব্দুর রফিক, নিউ জারসি স্টেট সাউথ বিএনপির সভাপতি সৈয়দ মোঃ কাউসার,সাধারন সম্পাদক রহমান বাবুল, লোকাল ৫৪ এর ট্রাষটি বোর্ড কর্মকর্তা সৈয়দ শহীদ , আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী, ফারুক তালুকদার,মনিরুজামান মনির, বেলাল হোসেন, বেলালউদদীন, রওশনউদদীন, সাংবাদিক আবু নসর সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ যোগ দেওয়ায় এক পর্যায়ে তা সম্প্রীতি সমাবেশের রূপ নেয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের কনিষ্ঠ কণ্যার গ্র্যাজুয়েশন উপলক্ষে এই সুহৃদ সমাবেশের আয়োজন করা হয়েছিল।
সুহৃদ সমাবেশে অংশগ্রহনকারীরা নান্দনিক এই আয়োজনের জন্য জহিরুল ইসলাম বাবুলকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল সুহৃদ সমাবেশে অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
সুহৃদ সমাবেশে আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমান,আটলান্টিক সিটির কাউনসিল এট লারজ স্টিফেনি মার্শাল, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষটি বোর্ড সভাপতি আব্দুর রফিক, নিউ জারসি স্টেট সাউথ বিএনপির সভাপতি সৈয়দ মোঃ কাউসার,সাধারন সম্পাদক রহমান বাবুল, লোকাল ৫৪ এর ট্রাষটি বোর্ড কর্মকর্তা সৈয়দ শহীদ , আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী, ফারুক তালুকদার,মনিরুজামান মনির, বেলাল হোসেন, বেলালউদদীন, রওশনউদদীন, সাংবাদিক আবু নসর সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ যোগ দেওয়ায় এক পর্যায়ে তা সম্প্রীতি সমাবেশের রূপ নেয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের কনিষ্ঠ কণ্যার গ্র্যাজুয়েশন উপলক্ষে এই সুহৃদ সমাবেশের আয়োজন করা হয়েছিল।
সুহৃদ সমাবেশে অংশগ্রহনকারীরা নান্দনিক এই আয়োজনের জন্য জহিরুল ইসলাম বাবুলকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল সুহৃদ সমাবেশে অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।