মাধবপুর, (হবিগঞ্জ) : গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সোনাই নদীর তীরবর্তী এলাকার পাড় উপচে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের রোপা আমন, সবজি আবাদ সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ভাটি এলাকার মৎস খামার পানিতে ডুবে খামারের মাছ ভেসে গেছে।
গত এক সপ্তাহ ধরে মাধবপুরে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত অবিরাম ভারি বৃষ্টিপাত হচ্ছে। ভারতের পশ্চিম ত্রিপুরা থেকে বয়ে চলা সোনাই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সোনাই নদীর পানি কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর এলাকায় তীর উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। আন্দিউড়া গ্রামের ইউপি সদস্য আফজাল চৌধুরী জানান, গত দুই তিন দিনের বৃষ্টিতে সোনাই নদীর পাড় উপচে আন্দিউড়া, হাড়িয়া, মীরনগর, জগদীশপুর, বড়ধলিয়া কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর মুরাদপুর বারচান্দুরা গ্রামে পানি ঢুকে রোপা আমন ও শত শত পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান,ভা রি বর্ষণে অনেক মৎস খামারির অনেক মাছ ভেসে গেছে। মৎস্য চাষিরা মাছ রক্ষার চেষ্টা করছেন। উপজেলা দুর্যোগ কর্মকর্তা নুর মামুন জানান, অবিরাম বর্ষণে অনেকের কাঁচা ঘরবাড়ি মাটিতে ধসে পড়েছে। রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। সুরমা ও জগদীশপুর ও নোয়াপাড়া চা বাগানে পলি, বালি ঢুকে বাগানগুলির ক্ষতি হয়েছে। মাধবপুরের সহকারী কমিশনার রাহাত বিন কতুব জানান, সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করার কাজ চলছে।
গত এক সপ্তাহ ধরে মাধবপুরে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত অবিরাম ভারি বৃষ্টিপাত হচ্ছে। ভারতের পশ্চিম ত্রিপুরা থেকে বয়ে চলা সোনাই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সোনাই নদীর পানি কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর এলাকায় তীর উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। আন্দিউড়া গ্রামের ইউপি সদস্য আফজাল চৌধুরী জানান, গত দুই তিন দিনের বৃষ্টিতে সোনাই নদীর পাড় উপচে আন্দিউড়া, হাড়িয়া, মীরনগর, জগদীশপুর, বড়ধলিয়া কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর মুরাদপুর বারচান্দুরা গ্রামে পানি ঢুকে রোপা আমন ও শত শত পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান,ভা রি বর্ষণে অনেক মৎস খামারির অনেক মাছ ভেসে গেছে। মৎস্য চাষিরা মাছ রক্ষার চেষ্টা করছেন। উপজেলা দুর্যোগ কর্মকর্তা নুর মামুন জানান, অবিরাম বর্ষণে অনেকের কাঁচা ঘরবাড়ি মাটিতে ধসে পড়েছে। রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। সুরমা ও জগদীশপুর ও নোয়াপাড়া চা বাগানে পলি, বালি ঢুকে বাগানগুলির ক্ষতি হয়েছে। মাধবপুরের সহকারী কমিশনার রাহাত বিন কতুব জানান, সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করার কাজ চলছে।