সিলেট, ১৯ এপ্রিল : মহান মুক্তিযুদ্ধের প্রত্যাশিত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে আরও বেগবান করার অঙ্গীকারে বিশ্ব ঐতিহ্য বাঙালির মঙ্গল কামনায় সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল'র শুভ নববর্ষ উদযাপিত হয়। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বরণ করা হয়েছে নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দকে। তবে পবিত্র রমজানের মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে সম্মান দেখিয়ে অনুষ্ঠানমালা অন্যান্য বছরের চেয়ে সীমিত রাখা হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল আয়োজিত পহেলা বৈশাখ'র আয়োজনে উপস্থিত ছিলেন বরুনময় চাকমা, তপন কান্তি বড়ুয়া মান্না, সাধন কুমার চাকমা, অধ্যাপক বরন চৌধুরী, শিমুল মুৎসুদ্দী,পলাশ বড়ুয়া, দিলু বড়ুয়া, তমাল বড়ুয়া, উৎফল বড়ুয়া, বেবী রানী বড়ুয়া, দিপ্তী বড়ুয়া, তপতী বড়ুয়া তপু, রমা বড়ুয়া, টুম্পা বড়ুয়া, রত্না বড়ুয়া, তানিন বড়ুয়া, শেলু বড়ুয়া, অতিথি শিল্পী সোমা বড়ুয়া, শিক্ষিক শিমলা বড়ুয়া নৃত্য শিল্পী অর্চি ও অথৈয় প্রমুখ।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল আয়োজিত পহেলা বৈশাখ'র আয়োজনে উপস্থিত ছিলেন বরুনময় চাকমা, তপন কান্তি বড়ুয়া মান্না, সাধন কুমার চাকমা, অধ্যাপক বরন চৌধুরী, শিমুল মুৎসুদ্দী,পলাশ বড়ুয়া, দিলু বড়ুয়া, তমাল বড়ুয়া, উৎফল বড়ুয়া, বেবী রানী বড়ুয়া, দিপ্তী বড়ুয়া, তপতী বড়ুয়া তপু, রমা বড়ুয়া, টুম্পা বড়ুয়া, রত্না বড়ুয়া, তানিন বড়ুয়া, শেলু বড়ুয়া, অতিথি শিল্পী সোমা বড়ুয়া, শিক্ষিক শিমলা বড়ুয়া নৃত্য শিল্পী অর্চি ও অথৈয় প্রমুখ।