জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন রাজু লামা

আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ১২:৩৪:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ১২:৩৪:৪৫ পূর্বাহ্ন
সিলেট, ১৭ সেপ্টেম্বর : সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক সভাপতি রাজু লামা সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন। গত ১০ সেপ্টেম্বর নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দফতরে শুরু হয়েছে সাধারণ অধিবেশন। 
রাজু লামা আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠাতব্য সাধারণ পরিষদে অংশ নেবেন। অধিবেশনে তিনি দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের পরিস্থিতি, তাদের অভিজ্ঞতা, মানবাধিকার এবং শান্তিরক্ষায় তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করবেন।
রাজু লামা বলেন, এ সময় অনুষ্ঠিত ‘সাইডলাইন মিটিং’-এ অংশগ্রহণ করবেন। মিটিংয়ে সার্ক অঞ্চলের সাংবাদিকরা তাদের নিজ নিজ দেশে শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র ও গণতন্ত্র রক্ষায় সার্ক সাংবাদিক ফোরামের ভূমিকা সম্পর্কে অবহিত করবেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাধারণ পরিষদের সভায় ভাষণ দেবেন। 
সার্ক সাংবাদিক ফোরাম দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা, এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com