সেক্স র‍্যাকেটে জড়িত থাকার দায়ে নারী দোষী সাব্যস্ত

আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০২:২৬:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০২:২৬:২৬ পূর্বাহ্ন
বোস্টন, ৩০ সেপ্টেম্বর : সেক্স র‌্যাকেটের সঙ্গে জড়িত থাকার দায়ে এক নারী শুক্রবার ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। প্রসিকিউটরদের মতে, আরও দু'জনকে এই বছরের শুরুতে পতিতাবৃত্তিতে জড়িত হওয়ার জন্য আন্তঃরাষ্ট্রীয় বা বিদেশী বাণিজ্যে ভ্রমণ করতে প্ররোচিত করা, প্রলুব্ধ করা এবং বাধ্য করার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের একটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের। 
দোষী সাব্যস্ত হ্যান লি নামের মহিলার বয়স ৪২ বছর। মূলত বোস্টন এবং ওয়াশিংটনের শহরতলিতে সেক্স র‍্যাকেট চালাতেন তিনি। তার সঙ্গে যুক্ত আরও দু'জন গ্রেফতার করে পুলিশ। তারা হলেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের জেমস লি এবং ম্যাসাচুসেটসের ডেদামের জুনমিউং লি।বাকিদের খোঁজ চলছে। 
তদন্তে উঠে এসেছে, ২০২০ সালের জুলাই থেকে, হ্যান লি ক্যামব্রিজ, ওয়াটারটাউন, ম্যাসাচুসেটস, ফেয়ারফ্যাক্স এবং টাইসনস, ভার্জিনিয়াতে একাধিক পতিতালয় সহ একটি আন্তঃরাজ্য পতিতাবৃত্তি নেটওয়ার্ক তৈরি করেছিল। এ জন্য সে প্রাথমিকভাবে বেছে নিত এশীয় মেয়েদের। তাদের প্ররোচিত করত পতিতাবৃত্তি করতে। জানা গিয়েছে, যেসব মহিলারা প্লেনে ভ্রমণ করতেন তাদের সঙ্গে যোগাযোগ করে কেউ অসুবিধেয় পরলে থাকার ব্যবস্থা করে দিত পতিতাপল্লীতে। যাতে তাদের এই কাজে টেনে আনা যায়। জায়গাগুলি ছিল মূলত আপ্যার্টমেন্ট বিল্ডিং, বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় নেই। 
পতিতাবৃত্তি নেটওয়ার্ক তৈরির জন্য বিজ্ঞাপন দেওয়া হত দুটো ওয়েবসাইটের মাধ্যমে। সেখান থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হত রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি আমলা সহ উচ্চপদস্থ লোকেদের। যৌন পরিষেবা দেওয়ার জন্য চার্জ করা হত ৩৫০ থেকে ৬০০ ডলার।  এই পতিতাপল্লীগুলির ফোন নম্বর রক্ষণাবেক্ষণ করত হ্যান লি। নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট এর মাধ্যমে সে নিজে ঠিক করত কে কোথায় যাবে। কারা ছিল নিয়মিত এই পতিতাপল্লীর ক্লায়েন্ট তা এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। বর্তমারে লি হেফাজতে রয়েছেন এবং দুটি অপরাধের জন্য ২৫ বছর পর্যন্ত কারাগারের মুখোমুখি হয়েছেন।যদিও হ্যান লি এর দাবি, তিনি এই কাজে কোনও মহিলাকেই বাধ্য করেনি। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com