নিউইয়র্ক, ৬ অক্টোবর : বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে সনাতনী হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা গতকাল শনিবার শুরু হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের হিন্দুরাই শুধু নন, ভারতীয় বাঙালি হিন্দু-সহ বিভিন্ন ধর্ম-বর্ণ আর গোত্রের হাজারো নারী-পুরুষের সরব উপস্থিতিতে নিউইয়র্ক সিটির প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে ছিল মানুষের ঢল। ধুনো-ধূপ আর ঢাকের শব্দ আর নাচ গানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ।
এই প্রথম টাইমস স্কয়ারে দুর্গাপূজা উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে ‘বেঙ্গলি ক্লাব ইউএসএ’ এবং ‘হিন্দু কমিউনিটি অব নিউইয়র্ক’। টাইমস স্কয়ারে প্রতিমা স্থাপনের পর কৌতূহলী আমেরিকানরা সেখানে ভিড় জমাতে থাকেন। বিভিন্ন ধর্ম আর জাতিগোষ্ঠীর ট্যুরিস্টরাও অবাক বিস্ময়ে দুর্গা দেবীর প্রতিমা অবলোকন করছেন। ৫ অক্টোবর বেলা ১১টায় পূজা-অর্চনা শুরু হয়। বিকালে পূজার আমেজ আর ধর্মীয় চেতনার পরিপূরক নৃত্যগীতে অংশ নেন বিশিষ্ট শিল্পীরা।
আয়োজকদের তরফে জানান হয়েছে, টাইমস স্কয়ারে এর আগে কখনও কীর্তন কখনও বা যোগ ব্যায়ামের আসর বসেছে। বড় পর্দায় বাংলা সিনেমা দেখানোরও আয়োজন করা হয়েছে। চলতি বছরেই টাইমস স্কোয়্যার সাক্ষী থেকেছে বাংলা বর্ষবরণ উৎসবের। হয়েছে রমজানের নমাজ, পালন হয়েছে দিওয়ালি উৎসবও। কিন্তু দুর্গোৎসবের আয়োজন এই প্রথম। প্রতিমা বসানোর পর থেকেই দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে গিয়েছে। যা দেখে এ কথা বলাই যায় যে, বাঙালি সহ গোটা নিউ ইয়র্কবাসীর পুজো এবার জমজমাট টাইমস স্কয়ারেকে ঘিরেই।
এই প্রথম টাইমস স্কয়ারে দুর্গাপূজা উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে ‘বেঙ্গলি ক্লাব ইউএসএ’ এবং ‘হিন্দু কমিউনিটি অব নিউইয়র্ক’। টাইমস স্কয়ারে প্রতিমা স্থাপনের পর কৌতূহলী আমেরিকানরা সেখানে ভিড় জমাতে থাকেন। বিভিন্ন ধর্ম আর জাতিগোষ্ঠীর ট্যুরিস্টরাও অবাক বিস্ময়ে দুর্গা দেবীর প্রতিমা অবলোকন করছেন। ৫ অক্টোবর বেলা ১১টায় পূজা-অর্চনা শুরু হয়। বিকালে পূজার আমেজ আর ধর্মীয় চেতনার পরিপূরক নৃত্যগীতে অংশ নেন বিশিষ্ট শিল্পীরা।
আয়োজকদের তরফে জানান হয়েছে, টাইমস স্কয়ারে এর আগে কখনও কীর্তন কখনও বা যোগ ব্যায়ামের আসর বসেছে। বড় পর্দায় বাংলা সিনেমা দেখানোরও আয়োজন করা হয়েছে। চলতি বছরেই টাইমস স্কোয়্যার সাক্ষী থেকেছে বাংলা বর্ষবরণ উৎসবের। হয়েছে রমজানের নমাজ, পালন হয়েছে দিওয়ালি উৎসবও। কিন্তু দুর্গোৎসবের আয়োজন এই প্রথম। প্রতিমা বসানোর পর থেকেই দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে গিয়েছে। যা দেখে এ কথা বলাই যায় যে, বাঙালি সহ গোটা নিউ ইয়র্কবাসীর পুজো এবার জমজমাট টাইমস স্কয়ারেকে ঘিরেই।