সাগিনা সিটিতে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত

আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০২:৪৪:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০২:৪৪:২৩ পূর্বাহ্ন
সাগিনা সিটি, ৭ অক্টোবর : আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ। মা প্রায় এসেই গিয়েছেন। এরই মাঝে মিশিগান রাজ্যের সাগিনা সিটিতে পূজিতা হলেন দেবী দুর্গা।  
পঞ্জিকা মতে তিথি লগ্ন মেনে না হলেও  শনি ও রবিবার পুজোর র্নিঘণ্ট নির্ধারিত হ । সেমতে গত শনিবার ছিল যথাক্রমে সপ্তমী, অষ্টমী। রবিবারে নবমী ও দশমী পুজা অনুষ্ঠিত হয়েছে। এ যেন শুরু হয়েই শেষ। কারণ শারদীয় দুর্গোৎসব মূলত পাঁচদিনের উৎসব। সেখানে দু’দিনেই পূজার আনন্দ ও বিষাদের সুর। 
ওই দুইদিন ট্রাই সিটি বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে ট্রাই সিটি হিন্দু টেম্পলে উৎসব মুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। পূজায় পুরোহিত্য করেন ওয়ারেন সিটির বাসিন্দা প্রিস্ট পুর্ণেন্দু চক্রবর্তী অপু।  

অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তি কামনায় দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন অসংখ্য প্রবাসী ভক্ত। করেছেন মাতৃকৃপা প্রার্থনা। পুষ্পাঞ্জলি দিতে মন্ডপে ছিল ভক্তদের ভিড়। ঢাকের বাদ্য, কাঁসা, ঘন্টা, উলু আর শঙ্খধ্বনিতে পূজা অঙ্গন ছিল মুখরিত। সকাল থেকে রাত পর্যন্ত পূজা অঙ্গনে নানান বয়সী দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। পাশাপাশি তারা উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে পূজার বিশেষ আকর্ষণ আরতিতে অংশগ্রহণ করেন সকলে।
গতকাল রোববার সকাল ১০ টায় মহনবমী ও মহাদশমী পূজা এবং দুপুর আড়াইটায় সিদুরখেলা অনুষ্ঠিত হয়। দশমী বিহিত পূজা সমাপনের মাধ্যমে ভক্তরা দেবী দুর্গাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান।  ট্রাই সিটি বেঙ্গলি এসোসিয়েশনের প্রতি বছর দেবীপক্ষের উইকএন্ডেতে আগমনী দুর্গাপূজার আয়োজন করে থাকে। আর এই দিনটির জন্য সেখানকার ভক্তরা সারা বছর ধরে অপেক্ষায় থাকেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com