মাধবপুর, (হবিগঞ্জ) ২২ এপ্রিল : মাধবপুরে ঈদের দিন উচ্চস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় একদল যুবকের হাতে ইফরান আলী (৫৫) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের পদ্মাবিল এলাকায় এঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহত ইফরান আলীর বাড়ির পাশে জয়নাল খা, এনাম খা, শুভ খা সহ একদল যুবক একটি পিকআপে উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিল। ইফরান আলী ঈদ নামাজ শেষে কবর জিয়ারতে যাওয়ার সময় সাউন্ড বক্সের গান বন্ধ করতে নিষেধ করে। এনিয়ে কথা কাটাটির এক পর্যায়ে এরা ইফরান আলীর উপর হামলা করে। আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইফরান আলী কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সিলেট যাওয়ার পথে দুপুর ১টার দিকে বাহুবলে তার মৃত্যু হয়। এঘটনায় একজন পুরুষ ও তিন নারীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।