নতুনধারার ঈদ মেজবানী অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-০৪-২০২৩ ১২:৪৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৩ ১২:৪৮:১৮ অপরাহ্ন
ঢাকা, ২২ এপ্রিল : নতুনধারা বাংলাদেশ এনডিবির ঈদ মেজবানী অনুষ্ঠিত হয়েছে। প্রতি ঈদের মত এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২২ এপ্রিল ২০৫ বিজয় নগরস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ আয়োজনে নিন্মবিত্ত-ভাসমান-নিরন্ন মানুষদের মাঝে খাবার পরিবেশন করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার লায়ন ডা. রাশেদা বেগম প্রমুখ। এসময় মোমিন মেহেদী বলেন, নিরন্ন মানুষদের জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ১০ বছর ধরে এমন মেজবানীর ব্যবস্থা করছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা ব্যতিত আর কোন রাজনৈতিক প্লাটফর্ম এমন নিঃস্বার্থ কর্মসূচি পালন করতে পারেনি। কেননা, তাদের রাজনীতি ক্ষমতায় আসার বা থাকার জন্য, নতুনধারার রাজনীতি জনগণকে ভালোবেসে তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য দেশ-মানুষ-মাটির কল্যাণে। তিনি এসময় নতুনধারার রাজনীতি যুক্ত হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদের প্রতি আহবান জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com