ওয়াশটেনাও কাউন্টিতে ছোট বিমান বিধ্বস্ত

আপলোড সময় : ২২-১০-২০২৪ ১২:৩৭:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৪ ১২:৩৭:২৫ পূর্বাহ্ন
বিধ্বস্ত বিমান X/Michigan State Police 

আগস্টা টাউনশিপ, ২২ অক্টোবর : সোমবার ওয়াশটেনাও কাউন্টির একটি বাড়ি থেকে মাত্র কয়েক ফুট দূরে এক ইঞ্জিনের একটি বিমান গাছের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমএসপি জানিয়েছে, সোমবার বিকেল ৩টা ৪৪ মিনিটে মিশিগান রাজ্য পুলিশের সদস্যরা বেমিস ও রওসনভিল সড়ক এলাকার আগস্ট টাউনশিপে এক ইঞ্জিনের একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান। ৭৫ বছর বয়সী ওই পাইলট নিকটবর্তী একটি বেসরকারি বিমানবন্দরে তার বিমানটি অবতরণের চেষ্টা করছিলেন বলে জানা গেছে। কিন্তু বিমানটি রানওয়ে অতিক্রম করে সারি সারি বাড়ির কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়। এমএসপির অনলাইনে শেয়ার করা ছবিতে দেখা গেছে, একটি বাড়ি থেকে মাত্র কয়েক ফুট দূরে একটি গাছের ডালে বিমানটি আটকে আছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির একমাত্র আরোহী ছিলেন পাইলট। সামান্য জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই দুর্ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে এমএসপি।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com