মাধবপুর (হবিগঞ্জ) ৩১ অক্টোবর : মাধবপুরে টমটমের ভেতরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১৮কেজি গাঁজার একটি বড় চালান পাচারের সময় পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার রাত ১০টার দিকে মনতলা মাধবপুর সড়কের মেরাশানী নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাভর্তি টমটমসহ আমিন মিয়া (২৭) কে গ্রেফতার করে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপনসূত্রে খবর আসে সীমান্ত এলাকা থেকে গাঁজার চালাল নিয়ে একটি টমটম মাধবপুর সদরের দিকে আসছে। মনতলা তদন্ত কেন্দ্রের এস আই দ্বীন মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে মনতলা মাধবপুর সড়কের মেরাশানী নামক স্থানে অভিযান চালিয়ে টমটম টি আটক করে তল্লাশী চালিয়ে টমটমের সীটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯টি প্যাকেটে ১৮কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টমটম চালক মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর উপজেলার সোয়াবই গ্রামের আবু তাহেরের ছেলে আমিন মিয়া কে গ্রেফতার করে। ওসি জানান, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক খানের দিকনির্দেশনায় মাদক বিরোধী অভিয়ান জোরদার করা হয়েছে। এব্যাপারে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।