বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতনের’ কড়া সমালোচনা করে ট্রাম্পের পোস্ট

আপলোড সময় : ০১-১১-২০২৪ ০৪:০৫:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৪ ০৪:০৫:১০ পূর্বাহ্ন
ওয়াশিংটন, ১ নভেম্বর : সামনেই আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনের আগে  বাংলাদেশের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানসহ অন্য সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট এক্সে করা (সাবেক টুইটার) একটি পোস্টে এই সমালোচনা করেন তিনি।
ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হিন্দু সহ বাকি সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে যে নির্যাতন হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। আমি ক্ষমতায় এলে এই ধরনের কোনও ঘটনা ঘটতে দেব না। আমেরিকা তো বটেই, গোটা বিশ্বের হিন্দুদের নিয়ে কোনও দিনই কিছু ভাবেননি কমলা হ্যারিস, জো বাইডেন। শুধু তাই নয়, ইজরায়েল থেকে শুরু করে ইউক্রেন ইস্যুতেও তাঁরা ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।
তিনি লিখেছেন, ‘আমি ক্ষমতায় এলে আমেরিকায় বসবাসকারী হিন্দুদের পর্যাপ্ত সুরক্ষা দেব এবং খেয়াল রাখব যাতে বিশ্বের যে কোনও প্রান্তের হিন্দু, সংখ্যালঘুরা সুরক্ষা পান। আর ভারতের সঙ্গেও সম্পর্ক আরও মজবুত করার পদক্ষেপ নেওয়া হবে। নরেন্দ্র মোদি আমার ভাল বন্ধু। বিশ্বব্যাপী শান্তি ফিরিয়ে আনার জন্য যা করার তাই করা হবে।’

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com