সীমান্তে ইনাতগঞ্জের ইউপি চেয়ারম্যান নোমান আটক

আপলোড সময় : ০১-১১-২০২৪ ১২:৩২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৪ ১২:৩২:২৮ অপরাহ্ন
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১ নভেম্বর : ভারত গমনকালে সিলেটের তামাবিল বর্ডারে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেনকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেনকে আটক করা হয়। আটককৃত নোমান হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে। নোমান উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে নোমান হোসেনকে আটক করা হয়। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান জানান, তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জগন্নাথপুর থানায় নোমান হোসেনের নামে মামলা রয়েছে বলে জানা যায় এবং ওই মামলায় তিনি জামিনে রয়েছেন। তবে পুলিশ জানিয়েছে জামিনে থাকলেও তিনি বিদেশ গমন করতে পারবেন না।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com