মাধবপুরে  উদ্ধার লাশের পরিচয় শনাক্ত করল পিবিআই

আপলোড সময় : ০২-১১-২০২৪ ০১:৪৫:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৪ ০১:৪৫:৪৭ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ২ নভেম্বর : মাধবপুরে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলছে। পিবিআই হবিগঞ্জ ভিকটিমের  ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। শুক্রবার রাতে নিশ্চিত  হয়েছে নিহত যুবকের নাম তানজিল (২৫) তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দরিকান্দি(হোরগাঁও ) এলাকার মোঃ আনোয়ারের ছেলে। শুক্রবার সকালে  সিলেট আখাউড়া  রেলসেকশনের মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের নিকট রেললাইনের পাশে অজ্ঞাত ব‍্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দেয় ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন  ও  রেলওয়ে থানা পুলিশ বিষয়টি পিবিআই হবিগঞ্জের ইউনিট ইনচার্জ পুলিশ সুপার  মোঃ হায়তুন-নবীকে অবগত করেন।  যুবকের লাশটির পরিচয় সনাক্তের জন্য  পিবিআই, হবিগঞ্জ এ কর্মরত পুলিশ পরিদশক  শরীফ মো: রেজাউল করিমের নেতৃত্বে  একটি ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার  অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করে। শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন‍্য হবিগঞ্জ  সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। পিবিআইর ফেসবুক পেজে শুক্রবার  রাত ১০টার দিকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেয়। এমৃত‍্যু নিয়ে  জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com