মাধবপুরে পিকআপ ভর্তি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৩:২৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৩:২৫:০৯ অপরাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ)  ৩ নভেম্বর : উপজেলার তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকা থেকে পিকআপ ভর্তি গাঁজাসহ সেলিম মিয়া (২৭) ও রুবেল মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে হরষপুর (তেলিয়াপাড়া ফাঁড়ির) এস আই বুলবুল সহ একদল পুলিশ পুরাতন ঢাকা সিলেট মহাসড়ের তেলিয়াপাড়া রেলষ্টেশন সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ভেতরে লুকিয়ে রাখা ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
এসময় পাচারের সঙ্গে জড়িত থাকায় চাপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর থানার তেতুলতলা ভাটপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৭)
ও একই জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে রুবেল মিয়া(২২)কে গ্রেফতার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান. গোপনসূত্রে খবর পেয়ে তিনি দ্রুত তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেন। বোববার সকাল ৬টার দিকে গাঁজাসহ পিকআপ আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com