ওয়ারেন, ৬ নভেম্বর : আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফল ঘোষণা শুরু হয়েছে। সন্ধ্যায় অনেকটা এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ভাবে অনেকটা পিছিয়ে থাকলেও বেশ খানিকটা ব্যাবধান কমান কমলা হ্যারিস। শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। পাশাপাশি ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল ভোট। ভোট শতাংশের বিচারে এখনও পর্যন্ত ৫১.১ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস পেয়েছেন ৪৭.৫ শতাংশ ভোট। ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন জিততে গেলে। ম্যাজিক ফিগার ২৭০-র কাছাকাছি পৌঁছে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ তাঁর জয় যেন সময়ের অপেক্ষা। অন্যদিকে কমলা হ্যারিস আরও খানিকটা আসনে এগিয়ে রয়েছেন। ট্রাম্প জিতলেও, সামান্য ভোটের ব্যবধানেই জয়ী হবেন তিনি।
এখন পর্যন্ত ট্রাম্প জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেইনিয়ায় এগিয়ে আছেন। এসব রাজ্যে বেশিরভাগ ভোট গণনা করা হয়ে গেছে। অ্যারিজোনা ও উইসকনসিনেও ট্রাম্প ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। এ দুই রাজ্যে অর্ধেকের বেশি ভোট গণনা হয়েছে।
আর কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন শুধু মিশিগানে, সেখানে ৩২% ভোট গণনা হয়েছে। এসব পূর্বাভাস সঠিক হলে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।
এখন পর্যন্ত ট্রাম্প জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেইনিয়ায় এগিয়ে আছেন। এসব রাজ্যে বেশিরভাগ ভোট গণনা করা হয়ে গেছে। অ্যারিজোনা ও উইসকনসিনেও ট্রাম্প ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। এ দুই রাজ্যে অর্ধেকের বেশি ভোট গণনা হয়েছে।
আর কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন শুধু মিশিগানে, সেখানে ৩২% ভোট গণনা হয়েছে। এসব পূর্বাভাস সঠিক হলে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।