মাধবপুর, (হবিগঞ্জ) ২৪ এপ্রিল : মাধবপুরে দুই যুককের মার্বেল খেলা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মিনারা খাতুন (৪৭) নামে এক নারী নিহত হয়েছেন। হামলায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ওই গ্রামের শফিক মিয়ার ছেলে তোফায়েল ও আব্দুস সালামের ছেলে শামীম মিয়ার মধ্যে মার্বেল খেলা নিয়ে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে মারামারি হয়। শফিক মিয়ার লোকজনের হামলায় আব্দুস সালাম (৫৫) তার স্ত্রী মিনারা খাতুন (৪৭)র ছেলে শামীম মিয়া (১৮) এবং এক শিশু আহত হয়। খবর পেয়ে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই মানিক লাল দেব একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিাত নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্হায় রাতে মিনারা বেগম মারা যান। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন ব্রাহ্মণবাড়িয়ায় ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে। মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্ত্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানিয়েছে, ওই গ্রামের শফিক মিয়ার ছেলে তোফায়েল ও আব্দুস সালামের ছেলে শামীম মিয়ার মধ্যে মার্বেল খেলা নিয়ে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে মারামারি হয়। শফিক মিয়ার লোকজনের হামলায় আব্দুস সালাম (৫৫) তার স্ত্রী মিনারা খাতুন (৪৭)র ছেলে শামীম মিয়া (১৮) এবং এক শিশু আহত হয়। খবর পেয়ে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই মানিক লাল দেব একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিাত নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্হায় রাতে মিনারা বেগম মারা যান। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন ব্রাহ্মণবাড়িয়ায় ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে। মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্ত্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।