চট্টগ্রাম, ৬ নভেম্বর : ইসকনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্রে করে গতকাল মঙ্গলবার নগরীর কোতোয়ালি থানাধীন হাজারিগলিতে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর এসিড নিক্ষেপ, ইটপাটকেল নিক্ষেপসহ হামলার ঘটনা ঘটে। এতে ৬ জন পুলিশ ও ৬ জন সেনা সদস্য আহত হয়েছেন। পরে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৮০ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, হাজারিগলি মিয়া শপিং সেন্টার নামের একটি মার্কেটের এক দোকানের মালিক ওসমান মোল্লা ফেসবুকে হিন্দুদের ধর্মীয় একটি সংগঠন ইসকনকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেটা নিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যায় বিক্ষুব্ধরা দল বেঁধে গিয়ে মার্কেটের সামনে জড়ো হন। তারা দোকানটি ঘিরে রাখেন। দোকান মালিক ওসমান মোল্লাকে জিম্মি করে রাখেন। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর ৬টি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় যৌথ বাহিনীর ওপর হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ১০টার পর অভিযানে নামে যৌথ বাহিনী। মধ্যরাত পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানের পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যৌথ বাহিনীর অভিযানে ৮০ জনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এই বিষয়ে আজ (বুধবার) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, হাজারিগলি মিয়া শপিং সেন্টার নামের একটি মার্কেটের এক দোকানের মালিক ওসমান মোল্লা ফেসবুকে হিন্দুদের ধর্মীয় একটি সংগঠন ইসকনকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেটা নিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যায় বিক্ষুব্ধরা দল বেঁধে গিয়ে মার্কেটের সামনে জড়ো হন। তারা দোকানটি ঘিরে রাখেন। দোকান মালিক ওসমান মোল্লাকে জিম্মি করে রাখেন। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর ৬টি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় যৌথ বাহিনীর ওপর হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ১০টার পর অভিযানে নামে যৌথ বাহিনী। মধ্যরাত পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানের পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যৌথ বাহিনীর অভিযানে ৮০ জনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এই বিষয়ে আজ (বুধবার) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।