ওয়ারেনে TS4U  নতুন অফিসের যাত্রা শুরু 

আপলোড সময় : ২৫-০৪-২০২৩ ০১:২৫:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৩ ০১:২৫:৩৯ পূর্বাহ্ন
ওয়ারেন, ২৫ এপ্রিল : রাজ্যের একমাত্র স্বীকৃত বাংলাদেশী মালিকানাধীন আইটি শিক্ষা প্রতিষ্ঠান TS4U এর  নতুন অফিসের যাত্রা শুরু হলো। তথ্য প্রযুক্তি খ্যাতে বিশ্ব যেমন এগিয়ে চলেছে তার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে TS4U আইটি প্রতিষ্ঠানটি। রোববার সকাল ১১টায় নগরীরর ক্যাডিলাক সদর দফতরের পাশে বড় পরিসরে TS4U শুরু করেছে নিজেদের কার্যক্রম।
এই প্রতিষ্ঠান থেকে কোর্স শেষ করে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। TS4U-এর চাকরির সাফল্যের হার ৮৫% ।  শিক্ষার্থীরা সুদ ছাড়াই ঋণ নিতে পারে। এছাড়া এখানে প্রকল্প ভিত্তিক আইটি প্রশিক্ষণ, Spoken, written, ইন্টারভিউ সহায়তা, ব্যাকগ্রাউন্ড চেক এবং অফার লেটার নেগোসিয়েশন সহ অন্যান্য বিষয়ে শিক্ষা প্রদান করে থাকে। 


TS4U তাদের বুটক্যাম্পে এশীয়, আরব, আফ্রিকান আমেরিকান, শ্বেতাঙ্গ, ইউরোপিয়ান এবং দক্ষিণ আমেরিকান সহ সকল দেশের ছাত্রদের শিক্ষাদান করে থাকে। অনুষ্টানে উপস্থিত ছিলেন TS4U-এর প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা শিবলু আহমেদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট থেকে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রাক্তণ এবং বর্তমানে শিক্ষার্থীরা তাদের নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। অনুষ্টানে বিভিন্ন আইটি স্পেশালিস্টসহ বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com