ওয়াশিংটন, ২৫ এপ্রিল : ২০২৪-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ মঙ্গলবার এক ভিডিয়ো বার্তায় এই কথা ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার ছিল বাইডেনের প্রেসিডেন্ট পদে (প্রথম টার্মে) নির্বাচনী প্রচারণা শুরুর চতুর্থ বর্ষপূতির দিন। এক সংক্ষিপ্ত ভিডিওতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে বাইডেন বলেন, “প্রতিটি প্রজন্মের মার্কিনিদেরই এমন এক মুহুর্তের সম্মুখীন হতে হয়েছে, যখন তাদের গণতন্ত্রকে রক্ষা করতে হয়েছে। ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে দাঁড়াতে হয়েছে। ভোটদানের অধিকার এবং নাগরিক অধিকারের পক্ষে দাঁড়াতে হয়েছে। আমার মতে এটা আমাদের (সেই কাজ করার) সময়। অথচ রিপাবলিকান চরমপন্থিরা গর্ভপাতের সুযোগ ফিরিয়ে নিতে, সামাজিক নিরাপত্তা খর্ব করতে, ভোটাধিকার সীমিত করতে এবং তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে এমন বই নিষিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাইডেন। সারা দেশে এমএজিএ'র চরমপন্থীরা এই মৌলিক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য সারিবদ্ধভাবে কাজ করছে। বাইডেন বলেন, 'এটা আত্মতুষ্টির সময় নয়। এই কারণেই আমি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের সঙ্গে যোগ দিন। ২০২০ সালের নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন।