হবিগঞ্জ, ১৭ নভেম্বর : বই পড়ার পেছনে সময় ব্যয় ক্রমশ কমছে বলেই নানা মাধ্যমে জানা যায়। এখন মানুষের অবসর ঢুকে গেছে ফেসবুকের নীল দুনিয়ায়, টুইটারের কিচিরমিচিরে, ইনস্টাগ্রাম নামের অনলাইনপল্লিতে। তরুণ প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে "শব্দকথা লেখক পাঠক ফোরাম" আয়োজন করেছে বই পর্যালোচনা ও কবিতা পাঠের। রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় হবিগঞ্জস্থ শব্দকথা কার্যালয় প্রাঙ্গণে শব্দকথা'র সাংগঠনিক সম্পাদক তাসনীমুল জান্নাতের সঞ্চালনায় লেখক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে বই পর্যালোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিব খোকন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক, লেখক ও গবেষক মো: হারুন অর রশিদ, কবি বাদল কৃষ্ণ বনিক, ব্যাংকার মো: আব্দুল্লাহ, কবি রুনা আক্তার স্বপ্না, অনুবাদক আখতার উজ্জামান সুমন, প্রভাষক রামীম ইমাম, সংগঠক হেলাল আহমেদ, কবি এস এম মিজান।
উন্মুক্ত বই পর্যালোচনায় অংশ নেন কেইএম তালুকদার তোফায়েল, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ পাপন, মো: নাঈম মিয়া, জান্নাতুল নওমি, সৌরভ রায়, শাহ সালমা প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন শাহেনা ঝুমা, সোহবাত ছাদিক আয়ান, অনিক আহমেদ, লাল মিয়া, উপমা আক্তার লিমা, খাদিজা আক্তার মীম, নুসরাত জাহান রাখি প্রমুখ। সংগীত পরিবেশন করেন সোনিয়া আক্তার, গোপী মোহন দাস ও ইয়াছিন মাহমুদ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, "বই পর্যালোচনা করা অনেক কঠিন কাজ। তরুণরা যে সাহস করে আলোচনা করছে সেটাই বড় বিষয়। জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতে হলে বই পড়ার বিকল্প নেই। একটি ভালো বই আপনার জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে। বইয়ের সাথে থাকা মানেই আপনার রুচিশীলতা বৃদ্ধি করা। অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হলে বইয়ের বিকল্প শুধুমাত্র বই। শব্দকথা প্রকাশন যেন এমন আয়োজন নিয়মিত করে যায়।"
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক, লেখক ও গবেষক মো: হারুন অর রশিদ, কবি বাদল কৃষ্ণ বনিক, ব্যাংকার মো: আব্দুল্লাহ, কবি রুনা আক্তার স্বপ্না, অনুবাদক আখতার উজ্জামান সুমন, প্রভাষক রামীম ইমাম, সংগঠক হেলাল আহমেদ, কবি এস এম মিজান।
উন্মুক্ত বই পর্যালোচনায় অংশ নেন কেইএম তালুকদার তোফায়েল, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ পাপন, মো: নাঈম মিয়া, জান্নাতুল নওমি, সৌরভ রায়, শাহ সালমা প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন শাহেনা ঝুমা, সোহবাত ছাদিক আয়ান, অনিক আহমেদ, লাল মিয়া, উপমা আক্তার লিমা, খাদিজা আক্তার মীম, নুসরাত জাহান রাখি প্রমুখ। সংগীত পরিবেশন করেন সোনিয়া আক্তার, গোপী মোহন দাস ও ইয়াছিন মাহমুদ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, "বই পর্যালোচনা করা অনেক কঠিন কাজ। তরুণরা যে সাহস করে আলোচনা করছে সেটাই বড় বিষয়। জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতে হলে বই পড়ার বিকল্প নেই। একটি ভালো বই আপনার জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে। বইয়ের সাথে থাকা মানেই আপনার রুচিশীলতা বৃদ্ধি করা। অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হলে বইয়ের বিকল্প শুধুমাত্র বই। শব্দকথা প্রকাশন যেন এমন আয়োজন নিয়মিত করে যায়।"