আটলান্টিক সিটিতে শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০১:১৫:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০১:১৫:৪৯ পূর্বাহ্ন

আটলান্টিক সিটি, ৮ ডিসেম্বর : সারা আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজ রব। বাড়ি-ঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্ক সেজেছে নতুন সাজে, বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। তার ঢেউ এসে লেগেছে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী সৈকত শহর আটলান্টিক সিটিতেও, সারা পৃথিবীতে যে শহরটি ‘ক্যাসিনো শহর’ হিসাবে পরিচিত।

আটলান্টিক সিটিতে গতকাল ৭ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হলো ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’। ওইদিন সকাল এগারোটায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের নেতৃত্বে বোর্ডওয়াক এর রোড আইল্যান্ড অ্যাভিনিউ থেকে এই প্যারেড শুরু হয়ে ও’ডোনেল পার্কে এসে শেষ হয়। প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে, শারীরিক কসরত প্রদর্শন করে সবাইকে মাতিয়ে রাখে। শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেডে আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,কাউন্সিলরগণ,নগর কতৃর্পক্ষের পদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উৎসুক জনতা বোর্ডওয়াক এর দু’পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনিতে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে। প্যারেডের মূল আকর্ষণ সান্তাক্লজকে কাছে পেয়ে শিশু- কিশোররা আনন্দে মেতে ওঠে। আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড  প্যারেড’ বেশ সাড়া ফেলেছিল। দিনে দিনে এর কলেবরও বৃদ্ধি পাচ্ছে। আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে তা ভিন্ন  মাত্রা যোগ করেছিল।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com