হবিগঞ্জ, ১৪ ডিসেম্বর : বিজয়ের পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী দেশকে মেধাশূন্য করার অপচেষ্টায় দেশের সূর্য সন্তানদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। তাদের এই আত্মদান দেশের স্বাধীনতার ভিত্তি রচনা করেছে। "তোমরা তোমাদের বর্তমানকে উৎসর্গ করেছো আমাদের অনাগত ভবিষ্যতের জন্য" এই প্রতিপাদ্য সামনে রেখে 'প্রাকৃতজন ' এর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোক প্রজ্জ্বলন ও পথসভার। আজ ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় এম সাইফুর রহমান মিলনায়তনের সামনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোক প্রজ্জ্বলন চলাকালে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন প্রাকৃতজন এর সভাপতি তাহমিনা বেগম গিনি।
সংগঠনের পরিচালক সিদ্দিকী হারুনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনমোহন দাস, পরিবেশ সংগঠক ও প্রাকৃতজন এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বট বৃক্ষ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না, নাট্যকর্মী ওসমান গণি রুমি, শিক্ষার্থী তাবাসসুম জাহান, তাওহীদ হোসেন তালহা, তাওসিফ হোসেন, তাবিরা আজিজ, তাহমিমা আজিজ প্রমুখ।
সংগঠনের পরিচালক সিদ্দিকী হারুনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনমোহন দাস, পরিবেশ সংগঠক ও প্রাকৃতজন এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বট বৃক্ষ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না, নাট্যকর্মী ওসমান গণি রুমি, শিক্ষার্থী তাবাসসুম জাহান, তাওহীদ হোসেন তালহা, তাওসিফ হোসেন, তাবিরা আজিজ, তাহমিমা আজিজ প্রমুখ।