ওয়াশিংটন, ০১ মে : এবার বন্ধ হয়ে গেল মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্ক। গত দু’মাসে এই নিয়ে তৃতীয়বার বন্ধ হল মার্কিন ব্যাঙ্ক। ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্কটি অধিগ্রহণ করতে চলেছে জেপি মর্গ্যান। লোকসানের মধ্যে দিয়ে চলছিল ব্যাঙ্কটি। বেসরকারি উদ্যোগে বাঁচানোর চেষ্টাও হয়। অবশেষে সরকারের ডাকে ব্যাঙ্কটি কিনে নিচ্ছে জেপি মর্গ্যান। সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘ঋণ সমেত ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্ক অধিগ্রহণ করা হচ্ছে।’ তবে কত অর্থের বিনিময়ে তা জানা যায়নি।
২০০৮ সালের পর ভয়াবহ ব্যাঙ্কিং বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। বন্ধ হয়ে গেছে সিলিকন ভ্যালির মতো ব্যাঙ্ক। এবার বন্ধ হয়ে গেল ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্ক। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, ‘আতঙ্কিত হবেন না। আমেরিকার ব্যাঙ্কিং সিস্টেম মজবুত রয়েছে।’
২০০৮ সালের পর ভয়াবহ ব্যাঙ্কিং বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। বন্ধ হয়ে গেছে সিলিকন ভ্যালির মতো ব্যাঙ্ক। এবার বন্ধ হয়ে গেল ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্ক। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, ‘আতঙ্কিত হবেন না। আমেরিকার ব্যাঙ্কিং সিস্টেম মজবুত রয়েছে।’