শ্রমিকের জন্য মায়াকান্নাকারীরাই শ্রমিকের শত্রু : মোমিন মেহেদী

আপলোড সময় : ০১-০৫-২০২৩ ১২:১৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৩ ১২:১৯:০৪ অপরাহ্ন
ঢাকা, ০১ মে : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শ্রমিকের জন্য মায়াকান্নাকারীরাই শ্রমিকের শত্রু হিসেবে বারবার প্রমাণিত হয়েছে। এই শত্রুরা শ্রমিকদের অর্জিত অর্থ দিয়ে রাতারাতি কোটিপতি হলেও শ্রমিকরা থেকে যান নিন্মবিত্ত-ভাসমান-নিরন্ন।
মহান মে দিবস উপলক্ষে ১ মে দিনব্যাপী নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় শ্রমিকধারার নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ ও উপহার প্রদান আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিজয়নগরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চেšধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান পলাশ চন্দ্র চন্দন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাষ্ট্রিয়ভাবে বাংলাদেশের শ্রমিক তালিকা চায়, আর সেই তালিকায় থাকা প্রতিটি শ্রমিকের পেনশন নিশ্চিত করার পাশাপাশি রেশনিং ব্যবস্থা কার্যকরের দাবি জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com