ডেট্রয়েট, ১৭ জানুয়ারী : পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনায় আহত এক চালক ঘটনাস্থলে একটি শিশুকে ফেলে রেখে চম্পট দিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাত ৮টা ২০ মিনিট নাগাদ সেভেন মাইল অ্যান্ড হুভার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন এক ব্যক্তি। লোকটি পায়ে হেঁটে পালানোর আগে ঘটনাস্থলে একটি শিশুকে রেখে যায়। পুলিশ জানিয়েছে, প্রাণঘাতী নয় এমন আঘাত নিয়ে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এর বাইরে আর কোনো তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
Source & Photo: http://detroitnews.com