যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১২:৪০:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ১২:৪০:৪১ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৯ জানুয়ারী : যুক্তরাষ্ট্রে বন্ধ হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। অ্যাপটি ব্যবহারের চেষ্টা করা হলে একটি বার্তা দেখানো হচ্ছে, যেখানে লেখা, দুঃখিত, টিকটক আর সচল নেই।। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন প্রণয়ন করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে, এর অর্থ আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারবেন না। আমরা সৌভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি দায়িত্ব গ্রহণের পর টিকটক পুনঃস্থাপনের সমাধানে আমাদের সঙ্গে কাজ করবেন। দয়া করে সাথেই থাকুন!
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটকের একটি আপিল বাতিল হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা। তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে। আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা ক্ষুন্ন হবে না। দেশটিতে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন।  

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com