আটলান্টিক সিটি, ২২ জানুয়ারী : আটলান্টিক সিটির মেয়র পদে পুনরায় লড়বেন বর্তমান মেয়র মার্টি স্মল। আগামী দশ জুন, মংগলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তিনি ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতকাল মংগলবার সন্ধ্যায় স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত জনাকীর্ণ সুধী সমাবেশে তুমুল হর্ষধ্বনির মধ্যে মার্টি স্মল তাঁর প্রার্থীতা ঘোষণা করেন। আটলান্টিক সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কলিম শাহবাজ এর সঞ্চালনায় সুধী সমাবেশে সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, মেয়রের চীফ অব স্টাফ আর্নেস্ট ডি করসি, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, কাশওয়ান ম্যাকিনলে, কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল,প্যাটরিসিয়া বেইলি ও সোহেল আহমদ সহ বিভিন্ন কমিউনিটির ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা মেয়র মার্টি স্মলের মেয়াদকালীন সময়ে আটলান্টিক সিটির আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মার্টি স্মলকে মেয়র পদে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
মেয়র মার্টি স্মল সুধীজনদের সামনে তাঁর মেয়াদকালে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। এছাড়া তিনি আগামী মেয়াদে তাঁর বিভিন্ন কর্মপরিকল্পনাও তুলে ধরেন।
সভা চলাকালে “ফোর মোর ইয়ার” শ্লোগানে ক্ষণে ক্ষণে সভাস্থল প্রকম্পিত হয়ে ওঠে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে মার্টি স্মল আটলান্টিক সিটির মেয়র পদে আসীন আছেন।
গতকাল মংগলবার সন্ধ্যায় স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত জনাকীর্ণ সুধী সমাবেশে তুমুল হর্ষধ্বনির মধ্যে মার্টি স্মল তাঁর প্রার্থীতা ঘোষণা করেন। আটলান্টিক সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কলিম শাহবাজ এর সঞ্চালনায় সুধী সমাবেশে সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, মেয়রের চীফ অব স্টাফ আর্নেস্ট ডি করসি, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, কাশওয়ান ম্যাকিনলে, কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল,প্যাটরিসিয়া বেইলি ও সোহেল আহমদ সহ বিভিন্ন কমিউনিটির ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা মেয়র মার্টি স্মলের মেয়াদকালীন সময়ে আটলান্টিক সিটির আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মার্টি স্মলকে মেয়র পদে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
মেয়র মার্টি স্মল সুধীজনদের সামনে তাঁর মেয়াদকালে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। এছাড়া তিনি আগামী মেয়াদে তাঁর বিভিন্ন কর্মপরিকল্পনাও তুলে ধরেন।
সভা চলাকালে “ফোর মোর ইয়ার” শ্লোগানে ক্ষণে ক্ষণে সভাস্থল প্রকম্পিত হয়ে ওঠে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে মার্টি স্মল আটলান্টিক সিটির মেয়র পদে আসীন আছেন।