মাধবপুর, (হবিগঞ্জ) ০৩ মে : বজ্রপাতে বিশ্বে সবচেয়ে বেশী মৃত্যু হচ্ছে বাংলাদেশে।গোটা পৃথিবীতে যত মানুষ বজ্রপাতে মারা যায় এর এক চুতুর্থাংশই বাংলাদেশে। দেশের হাওর,বাঁওড় ও বিল এলাকার জেলাগুলোতে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা বেশী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এবং বেসকারি সংগঠন 'ডিজাষ্টার ফোরাম, এর তথ্য মতে প্রতিবছর গড়ে বজ্রপাতে ২৬৫জনের মৃত্যু হয়। বজ্রপাতে মারা যাওয়া ৭০ শতাংশই কৃষক। ২০১১ থেকে ২০২২ পর্যন্ত ১২ বছরে দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬২ জনের। এপ্রিল জুন মাসে বজ্রপাত বেশী হয়। আজ মঙ্গলবার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনামুলক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুনের সভাপতিত্বে কর্মশালায় ডাঃ আবুল হাসনাত, তারেকুজ্জামান, ডাঃ রাকিবুল হাসান, কর্মশালার অর্গানাইজার শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ অলিদ মিয়া, সেক্রেটারি সাব্বির হাসান সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় বজ্রপাত থেকে মানুষকে বাঁচাতে অবকাঠামোগত প্রস্ততির পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।