ওয়াশিংটন বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ,  ১৯ মৃতদেহ উদ্ধার

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন
ওয়াশিংটন, ৩০ জানুয়ারী : মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ মার্কিন সেনার হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে দ্বিখণ্ডিত বিমান এবং হেলিকপ্টারটি বিমানবন্দরের পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এখনও পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
সূত্রের খবর, বুধবার রাতে রিগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সঙ্গে মার্কিন সেনার ব্ল্যাক হক কপ্টারের সংঘর্ষ হয়। তারপরই পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। জানা যাচ্ছে, বিমানটিতে ৪ জন বিমানকর্মী সহ মোট ৬৪ জন ছিলেন। মার্কিন সেনাবাহিনীর তরফেও দুর্ঘটনার খবরটি নিশ্চিত করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, হেলিকপ্টারটিতে ৩ জন সেনা ছিলেন। তবে তাঁদের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এদিকে ঘটনার পরই রিগান ন্যাশনাল বিমানবন্দরে সমস্ত বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে।  জানা গেছে, রিগ্যান বিমানবন্দরের কোল ঘেঁষা পোটোম্যাক নদীতে উদ্ধার কাজ পরিচালনায় একাধিক উদ্ধারকারী সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। 
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com