ব্লুম ফিল্ড, ২ ফেব্রুয়ারি : বর্ণিল আয়োজনে সরস্বতী পূজা উদযাপন করেছে বিচিত্রা মিশিগান। ব্লুম ফিল্ড মিডল স্কুলে দেবীর আরাধনায় গতকাল শনিবার সকাল থেকে ছিল পূজারি দর্শনার্থীর ভিড়।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জ্ঞানার্জনের প্রত্যাশায় এ দিন উপবাস থেকে শিক্ষার্থীরা দেবীর পায়ে অঞ্জলি দিয়ে বিশেষ প্রার্থনা করেন।
বিদ্যাদেবী সরস্বতীর বন্দনায় ঢাকঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। পূজা পরিচালনা করেন পূর্নেন্দু চক্রবর্তী অপু। দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও ছিল, প্রসাদ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সন্ধ্যারতি।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জ্ঞানার্জনের প্রত্যাশায় এ দিন উপবাস থেকে শিক্ষার্থীরা দেবীর পায়ে অঞ্জলি দিয়ে বিশেষ প্রার্থনা করেন।
বিদ্যাদেবী সরস্বতীর বন্দনায় ঢাকঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। পূজা পরিচালনা করেন পূর্নেন্দু চক্রবর্তী অপু। দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও ছিল, প্রসাদ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সন্ধ্যারতি।