মানুষ রাস্তায় নামার আগে নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নিন : গয়েশ্বর

আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১২:৪১:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১২:৪১:০৬ পূর্বাহ্ন
 লালমনিরহাট,  ১৩ ফেব্রুয়ারি : অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মানুষ রাস্তায় নামার আগে নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নিন। কে ক্ষমতায় আসবে সেটা বড় কথা নয়। মানুষ ভোট দিতে চায় এটাই বড় কথা।’ বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাটে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সরকারের বিরুদ্ধে অভিযোগ করে গয়েশ্বর বলেন, ‘বর্তমান সরকারের কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা নিরপেক্ষতা হারাতে যাচ্ছে। এই সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, তাই সব বিষয়ে মাথাঘামানোও ঠিক নয়। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
বিএনপি ক্ষমতায় না গেলে ৭১-এর পরাজিত শক্তি বা ফ্যাসিবাদ আওয়ামী লীগ কি ক্ষমতায় যাবে? প্রশ্ন করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘অনেকেই বলেন ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে ৭১-এর ১৬ ডিসেম্বর কি হয়েছে? ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে। কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, তারা সরকারকে পরামর্শ দিচ্ছে, তারা রাজনীতিবিদদের পছন্দ করেন না। তারা বলেন বিএনপি ক্ষমতায় যেতে নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে।’ বিএনপি-র স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘গত ১৬ বছরে বাজার যেমন সিন্ডিকেটের দখলে ছিল এখনো সেই সিন্ডিকেট সরকার ভাঙতে পারেনি। এ সিন্ডিকেট ভাঙতে নির্বাচিত সরকার প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘৭১ সালে শহীদ জিয়ার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। ৫ আগস্ট তারেক রহমানের হাত ধরে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে।’ 
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক আ. খালেক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, কালীগঞ্জ বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com