ইসলামী আন্দোলন বাংলাদেশ

গাজা নিয়ে ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০২:৩১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০২:৩১:২১ অপরাহ্ন
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি : গাজা নিয়ে ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে, যার প্রতিফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পশ্চিমা সভ্যতার সবচেয়ে বড় পাপ ইসরায়েলের কারণে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে আছে। সভ্যতার এ উৎকর্ষতার কালেই সবচেয়ে নির্মম গণহত্যা দেখতে হয়েছে বিশ্ববাসীকে। হাজার হাজার শিশু ও নারী-পুরুষ হত্যার ঘটনায় আমেরিকা যেভাবে সহায়তা করেছে তাতে আন্তর্জাতিক আদালতে আমেরিকার শাস্তি হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিবেকবোধের পরিচয় দিয়েছে তার সামান্যতমও দেখাতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে যে ভয়ংকর পরিকল্পনার কথা বলেছেন তা কোনো সুস্থ মানুষ চিন্তা করতে পারে না। ট্রাম্পের পরিকল্পনার অসারতা এতটাই পরিষ্কার যে, তার অপরাধের দোসর পশ্চিমারাও এ চিন্তাকে আমলে নিতে পারছে না। আমরাও তার উদ্ভট চিন্তাকে বিবেচনায় নিচ্ছি না। তবে সভ্যতার এ কালে কোনো একটা জনগোষ্ঠী ও জনপদ নিয়ে এ ধরনের অসভ্য পরিকল্পনার কথা বলা স্পষ্টত মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ। মানুষকে মানবেতর বিবেচনা করার গুরুতর অপরাধ।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ডোনাল্ড ট্রাম্পের এমন অপরাধের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সতর্কবার্তা জানিয়ে রাখছে। গাজা নিয়ে এমন কোনো পদক্ষেপের পরিণতি সামাল দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকবে না। কারণ মানবতার বিরুদ্ধে অপরাধ প্রাকৃতিক কারণেই দীর্ঘদিন করা যায় না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো দায়িত্বশীল পদে থেকে কথাবার্তায় সতর্ক হওয়া উচিত। যা ইচ্ছা তাই বলা থেকে বিরত থাকা উচিত এবং অবশ্যই মানবাধিকার ও ফিলিস্তিনের মানুষের অলঙ্ঘনীয় অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com