নাহিদ আহ্বায়ক, আখতার সদস্য সচিব

জাতীয় নাগরিক পার্টি’র যাত্রা শুরু

আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০২:৪৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০২:৪৯:৫২ অপরাহ্ন
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা শুরু হয়েছে। দলের আহ্বায়ক সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মানিক মিয়া এভিনিউতে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে দলটির আনুষ্ঠানিক ঘোষণা করেন জুলাই বিপ্লবে শহিদ ইসমাইল হোসেন রাব্বির ছোট বোন মিম আক্তার।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। তারপর পর্যায়ক্রমে গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের দুইটি প্রামাণ্যচিত্র দেখানো হয় মঞ্চের বড় স্কিনে। এরপর বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নুসরাত তাবাসসুম, আব্দুল মান্নান মাসউদ, জুলাই শহিদ জাবিরের বাবা, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র সামান্ত শারমিন, যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ও মুখ্য সংগঠক সারজিস আলম।
নতুন এ দলের নেতারা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এভাবে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এবং এতো ব্যাপক আওয়াজ দিয়ে অতীতে কোনো দলের আত্মপ্রকাশ হয়নি।’
নতুন এই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে একদিন আগেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মঞ্চ ও বেরিকেড তৈরি করা হয়। দুপুর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন ছাত্র-জনতা। এতে জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা জানিয়েছেন, ইতিহাসের সাক্ষী হতেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com