
আটলান্টিক সিটি, ২ মার্চ : আজ রোববার দুপুরে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৫০তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়। এগ হারবার শহরে অবস্হিত রিনাল্ট ওয়াইনারির মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনভেনশনে বক্তব্য রাখেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের কর্মকর্তাদের কনভেনশনে উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে আগত ডেমোক্র্যাটিক দলের নেতা ,কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান এবং দলের অগ্রযাত্রা ও কমিউনিটি সেবায় প্রশংসনীয় অবদান রাখায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল সহ বিভিন্ন নেতৃবৃন্দকে পুরস্কৃত করেন। কনভেনশনে আগামী ১০ জুন অনুষ্ঠিতব্য নিউ জার্সির প্রাইমারি নির্বাচনে গভর্নর পদসহ অন্যান্য পদে দলীয় পদপ্রার্থীরা বক্তব্য রাখেন।
কনভেনশনে দক্ষিণ এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিক, সোহেল আহমদ,সুব্রত চৌধুরী, হাবিব রেহমান,ইশরাত জাহান, লাকি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,আটলান্টিক সিটির কাউন্সিল সভাপতি অ্যারন রেনডলফ,কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল,আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডঃ মিসেস লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের সহসভাপতি জেফ ডরসি সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনভেনশনে বক্তব্য রাখেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের কর্মকর্তাদের কনভেনশনে উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে আগত ডেমোক্র্যাটিক দলের নেতা ,কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান এবং দলের অগ্রযাত্রা ও কমিউনিটি সেবায় প্রশংসনীয় অবদান রাখায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল সহ বিভিন্ন নেতৃবৃন্দকে পুরস্কৃত করেন। কনভেনশনে আগামী ১০ জুন অনুষ্ঠিতব্য নিউ জার্সির প্রাইমারি নির্বাচনে গভর্নর পদসহ অন্যান্য পদে দলীয় পদপ্রার্থীরা বক্তব্য রাখেন।
কনভেনশনে দক্ষিণ এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিক, সোহেল আহমদ,সুব্রত চৌধুরী, হাবিব রেহমান,ইশরাত জাহান, লাকি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,আটলান্টিক সিটির কাউন্সিল সভাপতি অ্যারন রেনডলফ,কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল,আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডঃ মিসেস লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের সহসভাপতি জেফ ডরসি সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।