
মাধবপুর, (হবিগঞ্জ) ৩ মার্চ : মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর অধীনস্থ মনতলা বিওপি'র কমান্ডার সুবেদার মোঃ কাজী শাহিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলা সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ৫৯৫০পিস ইয়াবাসহ রেহানা বেগম নামে এক নারী কে আটক করে। সে মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের মালেক মিয়া'র স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭,৮৫,০০০টাকা। পরবর্তীতে আটককৃত নারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। সোমবার রাত ৮ টার সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল সত্যতা নিশ্চিত করেছেন।