ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ, অপসারণ দাবি

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৬:৪৩:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৬:৪৩:৩৯ অপরাহ্ন
ঢাকা, ৩ মার্চ : রাজধানীর লালমাটিয়ায় দুই নারীকে নিপীড়ন এবং দেশজুড়ে চলা মব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’। আজ সোমবার (৩ মার্চ) আসাদ গেট এলাকায় আড়ংয়ের পেছনে এই দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পর জাতীয় সংসদ ভবনের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা।
গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় ‘মব’ তৈরি করে দুই নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায় বলেন, ‘আমাদের দুই বোন মবের হাতে নিপীড়নের শিকার হয়েছেন। শুধু এই ঘটনাই নয়, ৫ আগস্টের পর্ব থেকে দেশজুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, মবের ঘটনা ঘটেই চলেছে। এখনো তা থামছে না। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩টায় সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘‘দেশ ঠিকঠাক আছে।” চোখ বন্ধ করে তাঁর কথা শুনলে মনে হবে, তিনি আওয়ামী লীগেরই কোনো মন্ত্রী।’
আদ্রিতা রায় আরও বলেন, ‘আমরা যাঁরা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের কিছু আশা-আকাঙ্ক্ষা ছিল। কিন্তু অভ্যুত্থানের পর আমাদের বিন্দুমাত্র নিরাপত্তা রাষ্ট্র, উপদেষ্টারা নিশ্চিত করতে পারেনি।’
প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া ইসলাম বলেন, ‘নির্যাতনের শিকার নারীরা যা করেছেন, তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স হয়। কিন্তু তাঁদের শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ)। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে একটা ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন?’
সমাবেশের পর বিক্ষোভ করেন ক্ষুব্ধ নারী শিক্ষার্থী-জনতা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের হাতে ‘স্লাট-শেমিং বন্ধ করতে হবে’, ‘বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি’, ‘আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকার’, ‘নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়?’ ইত্যাদি লেখাসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
পরে তাঁরা মিছিলসহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুশপুত্তলিকা দাহ করেন।
গতকাল শনিবার সন্ধ্যায় লালমাটিয়ায় আড়ংয়র পাশে ধূমপান করা নিয়ে মবের আক্রমণের মুখে পড়েছিলেন দুই তরুণী। ধূমপান করায় তাঁদের ওপর চড়াও হওয়া এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী তরুণীদের একজন অভিযোগ করেছেন।
এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জেনেছি, তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তারা (লোকেরা) বাধা দেওয়ায় তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।’ তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com