রমজানে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন'৯১ এর মানবিক কার্যক্রম

আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০১:০৯:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০১:০৯:০৯ পূর্বাহ্ন
সিলেট, ৫ মার্চ : পবিত্র মাহে রমজানের মাস ব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দিনে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন' ৯১ এর পক্ষ থেকে মঙ্গলবার ৪ মার্চ সিলেট মহানগরীর সাগরদীঘিরপাড়স্থ "জামিয়া উম্মুল ক্বুরা মাদ্রাসায় সিলেটের কোমলমতি শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
পবিত্র মাহে রমজানের মাস ব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে গত ৩ মার্চ সোমবার ফ্রেন্ডস্ ফাউন্ডেশন' ৯১ এর পক্ষ থেকে একটি মসজিদ ও কবরস্থানের অসম্পুর্ন দেয়াল তৈরীর জন‍্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
মাহে রমজানের একই দিন ফ্রেন্ডস্ ফাউন্ডেশন' ৯১ এর পক্ষ থেকে এক হতদরিদ্র বৃদ্ধ মায়ের জরাজীর্ণ ঘর মেরামতের জন‍্যে কিছু আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। মানবিক উপহার বিতরণ প্রদানকালে উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম রফিক, মাহবুব লস্কর, ফয়সল আহমদ, মাসুদ আহমেদ,সেলিম সিদ্দিক, মনোহর হোসেইন রাজীব, কামরুজ্জামান মুরাদ, মামুন আহমদ, এড. ইশতিয়াক সুহেল, কামাল আহমদ লিটন, শাকিল আহমদ চৌধুরী , আক্তার হোসেন, উৎফল বড়ুয়া প্রমুখ।
মানবিক বন্ধুদের আর্থিক সহযোগিতায় উক্ত মানবিক কার্যক্রম সফলের জন্য প্রবাসে ও দেশে অবস্থানরত ফ্রেন্ডস্ ফাউন্ডেশন '৯১ এর সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com