টেক্সাসে শপিং মলে গুলিতে ৯জন নিহত, আহত ৭

আপলোড সময় : ০৭-০৫-২০২৩ ০১:০০:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৩ ০১:৩৩:১১ পূর্বাহ্ন
অ্যালেন, টেক্সাস ০৭ মে : টেক্সাস রাজ্যের অ্যালেন সিটির একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে। সব মিলে এ ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ড্যাশক্যাম ভিডিওতে দেখা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বন্দুকধারী  সিলভার রঙের সেডান গাড়ি থেকে বের হয়ে লোকজনকে গুলি করতে শুরু করে।  অ্যালেন ফায়ার চিফ জোনাথন বয়েড জানিয়েছেন, বন্দুকধারীসহ সাতজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত নয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের মধ্যে দুইজন মারা গেছেন। বয়েড বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং চারজনের অবস্থা স্থিতিশীল।
অ্যালেন শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী একাই এ হামলা চালায় বলে মনে করা হচ্ছে। টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পর একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।  এ ঘটনার পর ওই মলটি থেকে কয়েক শ’ লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। হামলাকারী একজনই ছিল বলে মনে করছে স্থানীয় পুলিশ। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘটনাকে 'অবর্ণনীয় ট্রাজেডি' হিসেবে অভিহিত করেছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com