কক্সবাজারে মার্কিন নারীকে জড়িয়ে ধরল যুবক

আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০১:৪৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০১:৪৬:৪৭ অপরাহ্ন
কক্সবাজার, ১০ মার্চ : জাতিসংঘের কক্সবাজার কার্যালয়ে কর্মরত এক মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির অভিযোগে তারেকুল ইসলাম ওরফে চু-ইল্যা তারেক (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শ্লীলতাহানির শিকার ওই মার্কিন নাগরিকের নাম এলিজাবেথ কেনিন। আজ সোমবার সকাল আনুমানিক ৫টার দিকে কক্সবাজার শহরের সার্কিটহাউজ এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতার যুবক শহরের ৮নং ওয়ার্ড এলাকার ফরিদুল আলমের পুত্র।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী জানান, সাত-সকালে সঙ্গীসহ ওই মার্কিন নারী শহরের হাঁটতে বের হন। এক পর্যায়ে সার্কিটহাউজ এলাকায় পৌছুলে ওই যুবক এলিজাবেথ কেনিনকে  ঝাপটে ধরে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ বিকেল ৪টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ছিলো। এই ঘটনা নিয়ে খোদ আইজিপি মহোদয়ও তদারক করেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান শুরু হয় এবং ৫ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি এবং দোষীকে আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com