ডা. অভি রঞ্জন বড়ুয়ার উদ্যোগে ইফতার পার্টি

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০১:২৯:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০১:২৯:৪৬ পূর্বাহ্ন
লোহাগাড়া, (চট্টগ্রাম) : উপজেলার নারিশ্চা গ্রামের প্রথিতযশা চিকিৎসক ও দানশীল ব্যক্তিত্ব ডা. অভি রঞ্জন বড়ুয়া রমজান মাসে এলাকার দুস্থ থেকে উচ্চবিত্ত সকল পর্যায়ের দুইশতাধিক রোজাদারের ইফতারের ব্যবস্থা করে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শনিবার ৮ মার্চ লোহাগাড়া উপজেলার স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে রোজদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম সুসম্পন্ন করেন।
তিনি দীর্ঘ ৭ (সাত) বছর রমজান মাসে একদিন এলাকায় ইফতার পার্টির আয়োজন করেন যা উৎসবমুখর পরিবেশ এলাকার সকল রোজাদার মুসল্লী উপভোগ করেন। এলাকার মুসলিম সম্প্রদায় এই ইফতার পার্টিতে আগ্রহ সহকারে অংশগ্রহণ করে সারাদিনের রোজা শেষে ইফতার করে ডা. অভি রঞ্জন বড়ুয়া'র পরিবারবর্গ সহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় প্রার্থনা ও মোনাজাত করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com