জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০১:১৩:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০১:১৩:৫৬ পূর্বাহ্ন
নিউ জার্সি, ১৩ মার্চ : সম্প্রীতির বন্ধনে গতকাল বুধবার সন্ধ্যায় নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে ‘জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জারসি’র বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন ।
ইফতারের পূর্বে আম্মার চৌধুরী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। ইফতার মাহফিল শুরুর আগে স্বাগত: বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম টফি ও সাধারন সম্পাদক সৈয়দ শহীদ ,কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমেদ ।
সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বৃহওর সিলেটবাসী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলাও অংশগ্রহন করেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।
জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি আমিরুল ইসলাম টফি এবং সাধারন সম্পাদক সৈয়দ শহীদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজনকে সপরিবারে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com