সিলেটে শিলাবৃষ্টি

আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৩৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৩৩:৩৫ অপরাহ্ন
সিলেট, ১৩ মার্চ : প্রকৃতিতে এখনো বসন্ত। গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। দিনে গরম, রাতে কিছু ঠান্ডা। ফাগুন বিদায়ের ঠিক শেষ মুহূর্তে সিলেটে হয়ে গেল শিলাবৃষ্টি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সিলেটে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে আধা ইঞ্চি ব্যাসার্ধ পরিমাণ শিলাবৃষ্টিও হয়েছে। যার স্থায়িত্ব ছিল প্রায় এক ঘণ্টা। এদিকে বৃষ্টির অভাবে জলবিহীন হয়ে পড়া প্রকৃতি বৃষ্টিতে ফিরে পেয়েছে প্রাণ। মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। মুছে গেছে রাস্তঘাটের সব ধুলোবালি।
এই বৃষ্টি চা বাগানকে সতেজ করে তুলেছে। বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে খরায় প্রাণহীন চা বাগান। বোরো খেতের জন্য এক পশলা এই বৃষ্টি খুবই উপকারি বলে জানিয়েছেন কৃষকরা। চা বাগান কিংবা বোরো খেতের উর্বরা শক্তির জন্য এই বৃষ্টি খুবই উপকারী। সিলেট আবহওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেটে বৃষ্টির পরিমাণ ছিল ৫.৪ মিলিমিটার।
সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সারাবাংলাকে রাতে জানান, আজকের এক পশলা বৃষ্টি বসন্তের বিদায়ের বার্তা দিয়ে গেল। প্রকৃতিতে একটা পরিবর্তন এনে দিল।
দু’দিন আগেই সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদফতর। সন্ধ্যার আবহাওয়া বার্তায় জানান দিচ্ছিল রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার। আর সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলল সন্ধ্যায়।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় টানা দুইদিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অপরদিকে, শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com