কারণ খতিয়ে দেখা হচ্ছে

গার্ডেন সিটির বাড়িতে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি

আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১০:৫৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১০:৫৯:৫৬ অপরাহ্ন
আজ সন্ধ্যায় গার্ডেন সিটির সিলভিওর ৬৫০০ ব্লকের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে/Max Reinhart, The Detroit News

গার্ডেন সিটি, ১৩ মার্চ : আজ বৃহস্পতিবার গার্ডেন সিটির একটি বাড়িতে বিস্ফোরণের কারণ নির্ধারণে কাজ করছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিলভিও স্ট্রিটের ৬৫০০ ব্লকে একটি সম্ভাব্য বাড়িতে বিস্ফোরণের খবর পান দমকলকর্মীরা। গার্ডেন সিটির দমকল বাহিনীর প্রধান র ্যান্ডি কিন জানান, একতলা বাড়িটিতে বিস্ফোরণ হয়েছে এবং বাড়িটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। কিন বলেন, এক প্রতিবেশী কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে বাড়িতে এক ব্যক্তি থাকতেন। দমকল কর্মীরা তল্লাশি চালিয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন যে বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের মধ্যে আগুন ও বেশ কয়েকটি হট স্পট নিভিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত বিস্ফোরণের উৎস খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা আগুনের কারণ ও উৎপত্তি খতিয়ে দেখছি কারণ, স্পষ্টতই, বাড়িগুলো নিজে থেকে বিস্ফোরিত হয় না, বলেছেন কিন। কিন বলেন, বাড়ির বাসিন্দা বা দমকলকর্মীদের কেউ আহত হয়নি এবং আশেপাশের কোনও বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com