
মাধবপুর, (হবিগঞ্জ) ১৪ মার্চ : একাদশ শেষ করে দ্বাদশের ছাত্র তারিফ। কানাডার কেলগেরী শহরের ডিফেন বেকার হাই স্কুলের মেধাবী এই তরুণ মেধা, মননশীলতা, নেতৃত্ব গুণ আর কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য সিটি'স রাইজিং স্টার ‘টপ টুয়েন্টি আন্ডার টোয়েন্টি’ এওয়ার্ড পেলেন।
কেলগেরী শহরের বৃহত্তম কমিউনিটি সেন্টার রকি রিজ শ্যান হোমস কমিউনিটি হলে সিটি ক্রাউনস অথরিটি, এভিনিউ কর্তৃপক্ষ ও ওয়াইএমসিএ তত্ত্বাবধানে সরকারি, বেসরকারি ও শহরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গতকাল ১৩ মার্চ সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তারিফ টপ টুয়েন্টি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তারিফ মাহমুদ প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ হিসেবে এই সম্মানজনক এওয়ার্ড পেলেন। লেফটেন্যান্ট গভর্নর সালমা লাকানি, সাবেক মেয়র ও এনডিপি নেতা নাহিদ ন্যান্সি, ডেপুটি মেয়র সহ উপস্থিত সুধীজন এওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
তারিফ মাহমুদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের সন্তান। তাঁর পিতা কানাডা প্রবাসী মাহমুদ হাসান একজন সমাজতাত্ত্বিক বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। মাতা জাহিদা আফরিন একজন চাকুরীজীবি।
কেলগেরী শহরের বৃহত্তম কমিউনিটি সেন্টার রকি রিজ শ্যান হোমস কমিউনিটি হলে সিটি ক্রাউনস অথরিটি, এভিনিউ কর্তৃপক্ষ ও ওয়াইএমসিএ তত্ত্বাবধানে সরকারি, বেসরকারি ও শহরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গতকাল ১৩ মার্চ সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তারিফ টপ টুয়েন্টি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তারিফ মাহমুদ প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ হিসেবে এই সম্মানজনক এওয়ার্ড পেলেন। লেফটেন্যান্ট গভর্নর সালমা লাকানি, সাবেক মেয়র ও এনডিপি নেতা নাহিদ ন্যান্সি, ডেপুটি মেয়র সহ উপস্থিত সুধীজন এওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
তারিফ মাহমুদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের সন্তান। তাঁর পিতা কানাডা প্রবাসী মাহমুদ হাসান একজন সমাজতাত্ত্বিক বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। মাতা জাহিদা আফরিন একজন চাকুরীজীবি।