ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনায় বিশ্বের ৪৩ দেশ

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০২:৫৫:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০২:৫৫:৩৪ পূর্বাহ্ন
ওয়াশিংটন, ১৫ মার্চ : ট্রাম্প প্রশাসন ৪৩টি দেশের নাগরিকদের উপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। প্রশাসনের অভ্যন্তরে প্রচারিত একটি খসড়া তালিকায় এসব দেশের নাগরিকদের তিনটি স্তরে বিভক্ত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের তৈরি করা সুপারিশ অনুযায়ী, একটি ‘রেড’ তালিকা রয়েছে, যেখানে ১১টি দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। দেশগুলো হলো: আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা ও ইয়েমেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দফতর কয়েক সপ্তাহ আগে এই তালিকা তৈরি করেছিল, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি এবং হোয়াইট হাউসে পৌঁছানোর আগে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
১০টি দেশকে ‘কমলা’ তালিকায় রাখা হয়েছে খসড়া প্রস্তাবে। এই দেশগুলো হলো- বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান। কমলা তালিকার অর্থ হলো, এসব দেশের ধনী ব্যবসায়ীদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে, তবে অভিবাসী বা পর্যটন ভিসায় ভ্রমণকারী ব্যক্তিদের নয়। এছাড়া ২২টি দেশকে ‘হলুদ’ তালিকায় রাখা হয়েছে। দেশগুলো হলো- অ্যান্ড বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, ভানুয়াতু ও জিম্বাবুয়ে।
নতুন নিষেধাজ্ঞার পরিধি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার চেয়েও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে। নিষেধাজ্ঞার চূড়ান্ত তালিকা প্রকাশের পর এটি কতটা কঠোর হবে, তা স্পষ্ট হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com