
চট্টগ্রাম, ১৬ মার্চ : আন্তর্জাতিক মানবিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর উদ্যােগে গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম জেলার রাউজানস্থ কালচারাল পার্ক এ অসহায় পরিবারকে স্বাবলম্বী করার মানসে সেলাই মেশিন দান করেছে। এ উপলক্ষে কালচারাল পার্ক এর প্রতিষ্ঠাতা পরিচালক মি. নান্টু বড়ুয়ার পরিচালনায় আত্মাউন্নয়ন কোর্স করেন। সেই সাথে রোটারি ক্লাব অব চিটাগং পার্লের প্রেসিডেন্ট রোটারিয়ান সুমন বড়ুয়া'র সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর পিপি রোটারিয়ান অমরেশ চৌধুরী বড়ুয়া এমপিএইচএফ, আইপিপি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড এমপিএইচএফ, চুয়েট স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কালচারাল পার্কের আজীবন সদস্য গোলাম নিজামী ও দীলিপ বড়ুয়া পিভিএম, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সদস্য বাপ্পি কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের সদস্য রাসেল বড়ুয়া প্রমুখ।