শব্দকথা লেখক পাঠক ফোরামের আয়োজনে ইফতার 

আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০১:৩৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০১:৩৩:৩৫ অপরাহ্ন
হবিগঞ্জ, ১৬ মার্চ : রমজানের পবিত্রতা ও সৌন্দর্যকে ভাগ করে নিতে শব্দকথা লেখক পাঠক ফোরামের আয়োজনে শব্দকথা প্রকাশনের কার্যালয়ে (১৬ মার্চ) রবিবার ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে শব্দকথা টোয়েন্টিফোর ডটকম বার্তা সম্পাদক আখতারুজ্জামান তরফদার জামান সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শব্দকথা লেখক পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও কথাসাহিত্যিক ড. মুকিত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক কবি বাদল কৃষ্ণ বনিক, শব্দকথা'র উপদেষ্টা হেলাল আহমেদ, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুকিত চৌধুরী বলেন,"রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সংমিশ্রণে সমাজকে আলোকিত করা সম্ভব। এই ধরনের আয়োজন মানসিক ও নৈতিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
সভাপতির বক্তব্যে কবি মনসুর আহমেদ ইফতারের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে বলেন, "২০২৩ সালে ইউনেসকো ইফতারকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কারণ হিসেবে সংস্থাটি উল্লেখ করেছে, ইফতার পারিবারিক, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধ হিসেবে কাজ করে এবং এটি সেবা, সংহতি ও সামাজিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করে। আমরা বিশ্বাস করি, ইফতারের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।"

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com